পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७8 শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [১৮৮৫,২৬ অক্টোবর। SAASAASAASAASAASAASAASAASA SAAAAAMAMASAMMAAAS পণ্ডিত ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ । ] শ্রীরামকৃষ্ণ । শুধু পণ্ডিত কি হবে, যদি বিবেক বৈরাগ্য না থাকে । ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটী অবস্থা হয়। তখন পরণের কাপড় পড়ে যায়, শিভু, শিড়, ক’রে পা থেকে মাথা পৰ্য্যন্ত কি একটা উঠে। তখন সকলকে ইণজ্ঞান হয় । পণ্ডিতের যদি দেখি, বিবেক নাই, ঈশ্বরে ভালবাসা নাই, তা হ’লে তাকে খড় কুটো মনে হয় ! “রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক ক’বৃছিল ; হঠাৎ সেই অবস্থাটা হ’লো! তার পর তাকে বল্লুম, “তুমি কি বলছে ? তাকে তর্ক ক’রে কি বুঝবে! র্তার স্বষ্টিই বা কি বুঝবে! তোমার তো ভারি তেঁতে বুদ্ধি ! আমার অবস্থা দেখে সে কাদতে লাগলে – আর আমার পা টিপতে লাগুলো ! ডাক্তার। রামনারায়ণ ডাক্তার হিন্দু কি না ! আবার ফুল চন্দন লয় ! সত্য হিন্দু কি না ! মাষ্টার। (স্বগত: ) ডাক্তার কিন্তু বলেছিলেন, আমি শাক ঘণ্টায় নাই । শ্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি ) । বঙ্কিম তোমাদের এক জন পণ্ডিত । বঙ্কিমের * সঙ্গে দেখা হয়েছিল—আমি জিজ্ঞাসা কবুলুম, মামুয়ের কৰ্ত্তব্য কি ? তা বলে, “আহার, নিদ্র। আর মৈথুন’ ! এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হ’লো । বল্লম যে, তোমার এ কি রকম কথা ! তুমি তো বড় ছ্যাচড়া! যা সব রাত দিন চিন্ত করছে, আর কাজে করছে, তাই আবার মুখ দিয়ে বেরুচ্চে ! মূলে খেলেই মূলোর চেকুর উঠে । তার পর অনেক ঈশ্বরীয় কথা হ’লে, ঘরে সঙ্কীৰ্ত্তন হ’লো। আমি আবার নাচ লুম। তখন বলে মহাশয় । আমাদের ওখানে একবার যাবেন। আমি বল্লুম, সে ঈশ্বরের ইচ্ছা । তখন বলে, আমাদের সেখানেও ভক্ত আছে, দেখবেন । আমি হাস্তে হাসতে ব’ল্লুম, কি রকম ভক্ত আছে, গো ? গোপাল’, ‘গোপাল’ যারা বলেছিল, সেই রকম ভক্ত নাকি ? . ـه وه. - ۔a ডাক্তার। গোপাল গোপাল সে ব্যাপারটা কি ? . * عمد জীরামকৃষ্ণ ( সহস্তে )। একটি স্তাকুরার দোকান ছিল। বড় ভক্ত। পরম বৈষ্ণব —গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা । সকলে -In • কলিকাতা, ৰেনেটোলা নিবাসী ডেপুটী মাজিষ্ট্রেট পরম ভক্ত শ্ৰীঅধরলাল সেনের ৰাটিতে জীযুক্ত বঙ্কিমচন্দ্র চাটুর্যের সহিত এই পরমহংসদেবের দেখা হইয়াছিল। ৰঙ্কিম ৰাৰু উাছাকে এই একৰায় দর্শন করিয়াছিলেন। , ,