পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> * শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮২ মার্চ । আবার ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে ?—বই না পড়িলে কি মানুষ মহৎ হয় ?--কি আশ্চৰ্য্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে । ইনিও বলিয়াছেন, আবার এসে —কাল কি পরশ্ব সকালে আবার আসিব ।” ജ്ജബ তৃতীয় পরিচ্ছেদ। । দ্বিতীয় দর্শন ও গুরুশিষ্য-সংবাদ । অথণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম । . . ." তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্ৰীগুরবে নমঃ ॥ দ্বিতীয় - ল সকাল বেলা, বেলা আটটার সময় । ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনও এ ফ্লট শীত আছে । তাই তাহার গায়ে moleskinএর র্যাপার । র্যাপারের কিনার। শাল দিয়ে মোড় । মাষ্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ ? আচ্ছ, এখানে বসে । এ কথা দক্ষিণ-পূৰ্ব্ব বারাণ্ডায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারীগুায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাষ্টারের সহিত কথা কহিতে লাগিলেন । গায়ে ঐরূপ র্যাপার ; পায়ে চট জুতা ; সহাস্তবদন । কথা কহিবার সময় কেবল একটু তোতলা । শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি ) ৷ ই্যাগ, তোমার বাড়ী কোথায় ? মাষ্টার । আজ্ঞ, কলিকাতায় । স্ত্রীরামকৃষ্ণ । এখানে কোথায় এসেছ ? মাষ্টার । এখানে বরাহনগরে বড় দিদির বাড়ী আসিয়াছি । ঈশান কবিরাজের বাট । শ্রীরামকৃষ্ণ । ওহ, ঈশেনের বাড়ী । ( শ্ৰীকেশবচন্দ্র সেন ও ঠাকুরের মার কাছে ক্ৰন্দন । ) স্ত্রীরামকৃষ্ণ। হ্যাগ, কেশব কেমন আছে ? বড় অস্থখ হয়েছিল। মাষ্টার। আমিও শুনেছিলুম বটে ; এখন বোধ হয় ভাল আছেন। শ্রীরামকৃষ্ণ । আমি আবার কেশবের জষ্ঠ মার কাছে ডাব-চিনি মেনেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙ্গে যেতো, আর মার কাছে র্কাদতুম ; বলতুম, মা কেশবের অস্থখ ভাল ক’রে দাও ; কেশব না থাকৃলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব ? তাই ভাব-চিনি মেনেছিলুম। . . §