পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\98 | - - শ্ৰী শ্রীরামকৃষ্ণকথামৃত { ১৮৮২ ২৮ অক্টোবর। م ۰ ء ، حم ، ، ،حہ حیاحب جی ۔ . ہے ۔بی۔محمحبح= ي.حبہ ہے۔ بح* --۔ ভ্যাঙ, ড্যাঙ, ভ্যাঙ, ডাঙ্গায় ডিঙ্গে চালায় আবার সে কোন জন । কুবীর বলে শোন শোন শোন ভাব গুরুর শ্ৰীচরণ ॥ “তবে দর্শনের পর ভক্তের সাধ হয়, তার লীলা কি, দেখি রামচন্দ্র রাবণবধের পর রাক্ষসপুরী প্রবেশ ক’ল্লেন ; বুড়ী নিকষী দৌড়ে পালাতে লাগল। লক্ষণ বল্লেন, ‘রাম ! একি বলুন দেখি ; এই নিকষা এত বুড়ী, কত পুত্ৰশোক পেয়েছে—তার এত প্রাণের ভয়, পালাচ্ছে রামচন্দ্র নিকষাকে অভয়দান ক’রে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে, নিকষা ব'ল্লে, রাম এত দিন বেঁচে আছি ব’লে তোমার এত লীলা দেখলাম, তাই আরও বঁচিবার সাধ আছে! তোমার আর কত লীলা দেখবো ( সকলের হাস্ত ) ৷ ( শিবনাথের প্রতি ) “তোমাকে দেখতে ইচ্ছা করে । শুদ্ধাত্মাদের ন! দেখলে কি নিয়ে থাকব ? শুদ্ধাত্মাদের পূৰ্ব্বজন্মের বন্ধু ব’লে বোধ হয় । - [ জন্মান্তর । * ] - - ७क जन बाँक्रख्ख् জিজ্ঞাসা করলেন, মহাশয়! আপনি জন্মাস্তার মানেন ? শ্রীরামকৃষ্ণ । হা, আমি শুনেছি, জন্মান্তর আছে । ঈশ্বরের কার্ধ্য আমরা ক্ষুত্ৰবুদ্ধিতে কি বুঝবো ? অনেকে ব’লে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না । ভীষ্মদেব দেহ ত্যাগ করবেন, শরশয্যায় শুয়ে আছেন, পাণ্ডবেরী শ্ৰীকৃষ্ণের সঙ্গে সব দাড়িয়ে । তারা দেখলেন যে, ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জন শ্ৰীকৃষ্ণকে বলেন, ভাই, কি আশ্চৰ্য্য ! পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রিয়, জ্ঞানী, অষ্টবস্থর এক বস্ব, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাদচেন ! শ্ৰীকৃষ্ণ ভীষ্মদেবকে এ কথা বলতে তিনি বল্লেন, “কৃষ্ণ ! তুমি বেশ জান, আমি সে জন্য র্কাদচি না। যখন ভাবচি, যে, যে পাণ্ডবদে, স্বয়ং ভগবান নিজে সারথী, তাদেরও দুঃখের, বিপদের, শেষ নাই, তখন এই মনে ক’রে র্কাপ্পুচি যে, ভগবানের কার্য্য কিছুই বুঝতে পারলাম না ।” • - { কীৰ্ত্তনানন্দে—ভক্তসঙ্গে । ] সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় সাড়ে আটটা হইয়াছে। সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি জ্যোংস্কাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব শরচ্চন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। • বুলি মে ব্যতীতানি জানি তব চঞ্জন - — তাষ্ঠহৰংবেৰ সৰ্ব্বণি ন ত্বং বেথ পরস্তুগ । গীতা, ৪, ৫ ।


- - - ബ- -----