পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . . . দক্ষিণেশ্বরে বিজয় গোস্বামী প্রভৃতি ভক্তসঙ্গে । - বুঝেছিল—বীরভত্র কি ব’লবেন গুরুর বাক্য । লঙ্ঘন করতে নাই, তাই - তার সরে পড়লে, আর বীরভঞ্জের সঙ্গে দেখা কল্পে না। বাকী বারশো দেখা করলে। বীরভদ্র বলেন, এই তেরশো নেড়ী তোমাদের সেবা করবে। তোমরা এদের বিয়ে কর। ওরা ব’লে, যে আজ্ঞা ; কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে। ঐ বারশোর এখন প্রত্যেকের সেবাদাসী । সঙ্গে থাকৃতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্তার বল নাই। মেয়েমানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না ; কেন না, সে সঙ্গে স্বাধীনতা লোপ হ’য়ে যায়। (বিজয়ের প্রতি) তোমরা নিজে নিজে তো দেখছে, পরের কৰ্ম্ম স্বীকার ক’রে কি হয়ে রয়েছ! আর দেখ, অত পাশকরা, কত ইংরাজি পড়া পণ্ডিত, সাহেবের চাকরী স্বীকার করে, তাদের বুট জুতোর গোজা ছবেলা খায়। এর কারণ কেবল “কামিনী’। বিয়ে করে নদের হাট বসিয়ে এখন আর হাট তোলবার য়ে নাই ! তাই এত অপমান বোধ জিত দাসত্বের যন্ত্রনা ! . . . (ঈশ্বর লাভের পর কামিনীকাঞ্চন ) । w - “যদি একবার এইরূপ তীব্রবৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তা হলে । আর মেয়েমাহুষে আসক্তি থাকে না, ঘরে থাকলেও মেয়েমানুষে আসক্তি: থাকে না তাদের ভয় থাকে না। যদি একটা চুমুক পাথর খুব বড় হয়, আর । একটা সামান্ত হয়, তাহলে লোহাকে কোনটা টেনে লবে ? বড়টাই টেনে লবে। ঈশ্বর বড়চুমুক পাথর, তার কাছে কামিনী ছোট চুমুক পাথর! : কামিনী কি করবে ? ' ' একজন ভক্ত। মহাশয়! মেয়েমানুষকে কি স্বণ করবো । গ্রীরামকৃষ্ণ। যিনি ঈশ্বর লাভ করেছেন, তিনি কামিনীকে জার জন্য চক্ষে দেখেন না যে, ভয় হবে । তিনি ঠিক দেখেন ষে মেয়ের মা অন্ধময়ীর । অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন। . স্ত্রীরামকৃষ্ণ (বিজয়ের প্রতি)। তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে । । . . . . . . . . ADMImmuun o