পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়—আমরের বৈরাগ্য ও তাশা সন্তোষ । চুপ কর দাদা, অত উত্তেজিত হইও না ; ব্যাপারটা আগে শুন । দুই রাজ্যের প্রান্ত সীময় গড় মানদারণ । সেনাপতি ইসমাইল গাজি সেই দুর্গ খুব দৃঢ় করেছে, আর লোক সংগ্রহ করছে। এ দিকে সুলতানকে জানিয়েছে যে, উড়িষ্যা যখন অতর্কিত থাকৃবে, তখন বহু সৈন্ত নিয়ে সহসা উড়িষ্য আক্রমণ করবে, আর পূৰ্ব্ব অপমানের প্রতিশোধ নেবে। অমর। বটে ! তা’র এত বড় আস্পদ্ধা ! তাই বুঝি কথাটা আমায় না জানিয়ে সুলতানকে চুপি চুপি বলেছে। বেশ, এক মাসের মধ্যেই তা’র ছিন্ন মুণ্ড বধ্য ভূমিতে লুষ্ঠিত হবে। সন্তোষ। সে কি দাদা ! ইসমাইল গাজি যে একজন বড় ওমরাহ, রাজ্যের প্রধান সেনাপতি, সুলতানের প্রিয়পাত্র, দেশময় তাহার বন্ধু ! অমর। কেউ তা’কে রক্ষা করতে পারবে না সন্তোষকুমার ; যদি আমার বাক্য মিথ্যা হয়, তবে জানিও, প্রভুর চরণে আমার কপট-ভক্তি । সন্তোষ। তুমি কি গুপ্ত ঘাতকের দ্বারায় তা’কে সংহার করবে ? অমর। ছি ছি ! এ কাজ প্রভুর সেবকের পক্ষে শোভা পায় না । - সন্তোষ। তবে কি করবে ? ፭ዓ