পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা গ্রন্থখানি জীবনী বা উপন্যাস নয় ; ইতিহাস বলিয়াও কেহ না মনে করেন । এখানি আমার অর্ঘ্য ; যার উদ্দেশে প্রদত্ত, তিনি গ্রহণ করিলে, আমি ধন্য ও কৃতার্থ—আমার জীবন ও জন্ম সফল । ভক্ত মাত্রেই—বৈষ্ণব বা শাক্ত, শৈব বা গাণপত্য--আমার নমস্য ; তাহাদের পদরজঃ শিরে ধরিয়া আমি আজ এ পূজায় প্রবৃত্ত । কিন্তু আমার পূজার উপকরণ সামান্ত। সামান্ত হইলে ভক্তেরা আমার উদ্দেশ্য বুঝিয়া আমায় ক্ষমা করিবেন। মহাপ্ৰভু বলিয়াছিলেন মুখ বলে বিঞ্চায়’, ‘বিঞ্চবে’ বলে ধীর। দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণবীর। ইহাতে যে দোষ দেখে তাহাতে সে দোষ । ভক্তের বর্ণনামাত্র কৃষ্ণের সন্তোষ। সেই সন্তোষের আশায় আমি ব্যাকুল হইয়া চুটাছুটি করিয়াছি, ভাষা বা ভাবের প্রতি বিশেষ লক্ষ্য রাখিতে পারি নাই।