পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—রঘুনাথ-সংসার-অরণ্যে বাসীরা আমায় ক্ষত বিক্ষত করে তুললে।” মনের ভিতর হইতে একজন উত্তর করিল, “অপেক্ষা কর, তোমার কৰ্ম্মক্ষয় এখনও হয় নি ।” রঘুনাথ। কৰ্ম্মক্ষয় ! কিসে হবে ? মন । এইরূপ নিৰ্য্যাতনে । রঘু। কৰ্ম্মক্ষয় এ জন্মে হ’বে ত ? মন । নিশ্চয় হবে, প্রভূ যখন বলেছেন । রঘুনাথ তখন কিঞ্চিৎ শান্তি অনুভব করিলেন । সহস৷ জননীর কণ্ঠস্বর তাহার কর্ণে গেল ; তিনি বলিতেছিলেন, “তুমি আমার স্বামী, তোমাকে আমি কি বুঝাব ? তুমি যে বউমার কথা শুনে লেচে উঠেছ, এ ত ভাল কথা নয়। ছেলেকে দড়ি দিয়ে বেঁধে রেখে কি ফুল হবে ? ميم “ইন্দ্র সম ঐশর্য স্ত্রী অপসরা সম ; এ সব বান্ধিতে নারিলেক যার মন । দড়ির বন্ধনে তারে রাখিবে কেমতে ? জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডtইতে । চৈতন্যচন্দের কৃপা হইয়াছে ইহারে ; চৈতন্য প্রভুর বাউল কে রাখিতে পারে ?" জননীর কথা শুনিয়া রঘুনাথের মন আনন্দে পুলকিত হইল। শ্ৰীশ্ৰীচৈতন্যচরিতামৃত—অস্ত্যলীলা । Σ ο (ζ