পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী নবনীত হৈতেও কোমল সৰ্ব্ব অঙ্গ তাহাতে অদ্ভুত শুন আছাড়ের রঙ্গ । একদণ্ডে পড়েন অtছড়ি শত শত পাষাণ ভাঙ্গয়ে তবু অঙ্গে নহে ক্ষত । ন। থায়, না লয করে, না করে সন্তাষ, সবে সিরবধি এক কীৰ্ত্তন-বিলাস ॥ ( * ) সুলতান চমৎকৃত হইলেন। কিছুই স্থির করিতে না পারিয়া সাকর মল্লিককে ডাকিয় পাঠাইলেন । অমরনাথ আসিলে সুলতান জিজ্ঞাসা করিলেন, “এ হিন্দু ফকিরটি কে ?” অমর। আমার বিশ্বাস, ইনি স্বয়ং ভগবান। সুল । ( সহস্তে ) ভগবান ? আল্ল হিন্দুর বেশে আসবেন কেন ? অমর। আল্লার কাছে জাতি নাই, বেশভূষা নাই । তিনি কখন কোন বেশে আসেন, তা জগতে অল্প লোকেই জানতে পারে । স্থল। শুনছি ফকিরের এক কপর্দকেরও সংস্থান নেই, এত লোককে তিনি খাওয়ন কোথা হ’তে ? - -- * ) শ্রীচৈতন্যভাগবত । ( বৃন্দাবনদাসের ) У S o