পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সনাতন যুক্তকরে কহিলেন, “প্রভু, পাপীমাত্রেই তোমার প্রিয়, নইলে তুমি পতিতপাবন নাম নেবে কেন ?” প্রভু। সনাতন, তোমার দৈন্তপূর্ণ পত্র পেয়ে আর স্থির থাকতে পারলাম না—নীলাচল হ’তে ছুটে এসেছি। / সনা । তোমায় ডাক্লে কি তুমি থাকৃতে পার প্রভু ? আমি তোমায় এত দুঃখ দিয়ে অতদূর থেকে আনতাম না ; কিন্তু আর আমাদের কে আছে নাথ ? অার কা’কে ডাকব ? তুমি যে আমাদের–আমাদের জন্তেই ধরায় এসেছ । আমি কৃষ্ণ জানি না, ভগবান জানি ন—জানি শুধু তোমাকে—আমার প্রেমময় করুণাময় গৌরাঙ্গদেবকে। প্রভু, তোমার এ দাসকে চরণে স্থান দেও—আর আমার কেউ নেই । প্রভু । সময়ে কৃষ্ণ কৃপা করবেন–নির্ভয় থাক। অন্তরেও একবার যে তাকে ডেকেছে, তার ত আর ভুবার ভূ নেই,— সেই নাম তাহাকে রক্ষা করবে , আর সে যদি কৰ্ম্মদোষে বিপথে যায়, কৃষ্ণ তাহাকে চুলে ধ’রে সৎপথে নিয়ে আসবেন । রূপ ও সনাতন । প্রভু, এই কথা যেন স্মরণ থাকে। প্রভু একটু হাসিলেন। অন্যান্ত প্রসঙ্গের পর সনাতন জিজ্ঞাসা করিলেন, “প্রভু কি এই লক্ষ লোক সঙ্গে নিয়ে বৃন্দাবনে চলেছেন ?” প্রভু। তাই ত দেখছি, অনেক লোক সঙ্গ নিয়েছে।

  • Ro