পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায়—সনাতন বিদ্রোহী সুলতান । মন্দ নয় ; আর বল্লভ ? কেশব । তিনি ও দবীর থানের সঙ্গে গেছেন। সুলতান । বেশ ! আর এ দিকে সাকর মল্লিক, দরবেশ হ’বার জন্তে ব্যস্ত হয়ে পড়েছেন। তিন ভাই বিগড়ালে আমার কাজ চলে কেমন ক’রে ? সহজে আমি মল্লিককে ছাড়ছি না। আচ্ছা থা সাহেব, বলতে পার, কোন দুঃখে এই সব মানুষ দরবেশ হ’তে চায় ? এই ধন-দৌলত, মান ইজ্জত, এ সব ছেড়ে পথে পথে আল্লা আল্ল ক’রে কি সুখ পায় ? কেন, ঘরে বসে কি খোদাকে ডাকা যায় না ? আমরা কি ডকৃছি না ?” কেশব। জাহাপনা, মানুষের মাথা না বিগৃড়ালে দরবেশ হয় না । সুলতান। আমারও তাই মনে হয়। তুমি একবার সাকর মল্লিককে ডেকে নিয়ে এসে ; ত’কে একবার বুঝিয়ে দেখি । আর দবীর খাসকে ধ’রে আনতে লোক পাঠাও। কেশব খা, সনাতনের অট্টালিকায় গিয়া দেখিলেন, তিনি ভাগবত-শ্রবণে তন্ময়। ভাগবত পাঠ করিতেছিলেন, শ্ৰীনাথ আচাৰ্য্য ( ১ ) । শ্রোতা ও অনেক ; তন্মধ্যে উদ্ধারণ দত্ত ( ২ ) ও রামদাস ( ১ ) কুলীনগ্রামের শিবানন্দ সেনের গুরু । - (২) সপ্তগ্রামে জন্ম ; ধনী ও ভক্ত । শাখারির মিথ্যাপবাদ মোচনের জন্য সরস্বতী নদীর গর্ত হইতে ভগবতী শঙ্খপরিহিত দুইখানি হস্ত তুলিয়। উদ্ধারণকে দেখাইয়াছিলেন । - > Jసె