পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়—রুপ প্রেমভাগে কারাধ্যক্ষ হবু সেখ আহূত হইয়া আজ্ঞাপেক্ষায় দাড়াইল। সুলতান বলিলেন, “এই নিমখহারামকে কড়া পাহারায় রেখো ।” রাজ্যের শ্রেষ্ঠ ব্যক্তি কারাগারে নিক্ষিপ্ত হইলেন। অষ্টম অধ্যায় রূপ প্রেমভাগে এদিকে রূপ ও অনুপ প্রেমভাগে আসিয়া দেখিলেন, তাহদের জমিদারীতে বিশৃঙ্খলা ঘটিয়াছে। মাতা-পিতা পূৰ্ব্বেই দেহ রাখিয়াছিলেন ; আত্মীয় স্বজনও তথায় কেহ নাই। র্তাহীদের খুল্লপিতামহৰয় নারায়ণ ও মুরারির বংশধরেরা কাটোয়ার নিকট নৈহাটী গ্রামে বাস করিতেছিলেন। মুরারির কয়েকট পৌত্র ছিলেন ; তন্মধ্যে বিষ্ণু সাতিশয় তীক্ষুবুদ্ধিসম্পন্ন। পিতার মৃত্যুর পর রূপ, বিষ্ণুকে নৈহাট হইতে আনাইয়া বিস্তৃত জমিদারী পরিদর্শনার্থে প্রেমভাগে বসাইয়াছিলেন। এক্ষণে মানস করিলেন, বিষ্ণুকে জীবের অভিভাবক করিবেন। কিন্তু বিষ্ণু বড় অত্যাচারী ও চরিত্রহীন। তাহার অত্যাচারে সমুদয় চাকলা কম্পিত। কাহারও কিছু বলিবার যে নাই। সুলতানের দরবারে কেহ কোন অভিযোগ আনয়ন করিলে তিনিই সুলতান-কর্তৃক অপদস্থ হইতেন । উজির সাহেবের 's 8 సె