পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম-অধ্যায়—রুপ প্রেমভাগে আমার বাপ, আমির ছিলেন, আমিও আমির জলদি বন যাব। আপনি লোক চিনেন দেথছি—বাঃ বাঃ ! বিষ্ণু বমুন বসুন, গরীবখানায় বসুন । দলপতি । আগে ও-পার হ’তে ঘুরে এলে ভাল হ’ত না ? বিষ্ণু। ও-পারে বসবেন কোথায় ? আর থানা-দানা পাকাবে কে ? এ দিকে সন্ধ্যা হ’য়ে এল। একটু বিশ্রাম করুন, আমি সব ব্যবস্থা করছি । গী সাহেব বসিলেন । ঘোড়া ছাড়িয়া দিয়া আরাম করিয়া বসিলেন। বিষ্ণু পেয় ও ভোজ্য সরবরাহ করিতে বড়ই ব্যস্ত হইয়া পড়িলেন—এ-দিক ও-দিক অবিরাম ঘুরিয়া বেড়াইতেছেন। খ। সাহেব বড়ই অপ্যায়িত হইয়া পড়িলেন। যখন সকলে একটু সুস্থ হইয়াছেন, আর সন্ধ্যা, নদীবক্ষে ছায়াপাত করিয়াছে, তখন বিষ্ণু, থ সাহেবকে বাহিরে ডাকিয়া চুপি চুপি বলিলেন, “ঐ যে দুটো লোক ও-পারে সেই খড়ের ঘরের কাছে ঘুরে বেড়াচ্ছে, ওই—ওই হচ্ছে আপনাদের খাস আর ঘাস—ওর নাম কি, দবীর খাস আর টেকশালের ঘাস । দু’টো লোকই বদমায়েস, এখান হ’তে গেলে বাচি ।” খ। সাহেব একটু চিন্তা করিয়া বলিলেন, “ও-পার হতে আমি একটু ঘুরে আসি ; কি জানি যদি রাত রাতি সরে পড়ে। আপনি একথানা নৌকা দিতে পারেন ?” እ¢ዓ