পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—সনাতন ও দস্থ্য মত র্তার গায়ের রং, ঐ নীল আকাশের মত তার চোখের বর্ণ। মাথায় চুড়া, পায়ে নূপুর, হাতে বাশী, পায়ের উপর পা দিয়ে বাকী হয়ে দাড়িয়ে আছেন। পরিধানে পীতবস্ত্র, গলায় মালতীর মালা, অধরে মধুর হাসি, নয়নে করুণ। ডাক, ডাক, ভাই, এই রূপ হৃদয়ে ধ’রে তাকে কৃষ্ণ বলে ডাক—তিনি আসবেন ; তোমার বুকের ভিতর আসবেন, তোমার চোখের উপর আসবেন, তিনি তোমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবেন। - দস্থ্য । না, আমি ডাকব না । সন। কেন ডাকবে না ভাই ? দস্থ্য । আমি এত দিন তাকে ডাকিনি, আজ হঠাৎ ডাকলে তিনি যদি এসে তামায় বকেন, শাস্তি দেন । সনা । তিনিত কোন অপরাধই গ্রহণ করেন না ; তিনি শাস্তি দিতে জানেন না, শুধু ভাল বাসিতেই জানেন ; তিনি আদর করেন, কান্না দেখলে চোখের জল মুছিয়ে দেন। তিনি যে দুনিয়াময় এই কাজই করে বেড়াচ্ছেন। দক্ষ্য। ঠাকুর, তুমি থামো, আমার কিছু ভাল লাগছে না, বুকের ভিতর কেমন করছে। আচ্ছা ঠাকুর, তুমি কি বলে তার নাম ? সনা । কৃষ্ণ । দস্থ্য। তুমি একবার ডাক দেখি আমি শুনি। সনা । কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে । >ፃ ó