পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী ডাকিয়া পাঠাইলেন । আহাৰ্য্য ও কম্বল পঠাইয় দিয়া অনুচরবর্গকে যথাযথ উপদেশ দিতে লাগিলেন। এদিকে সনাতন একখানি ভোটকম্বল পাইয় তাহ হস্তে ধারণ পূর্বক ধ্যানস্থ হইয় রহিলেন ; পরে অঙ্গে দিলেন। রুট খানি প্রভুকে নিবেদন করিয়া দিয়া পরে প্রসাদ গ্রহণ করিলেন। তার পর নিশ্চিন্তমনে কৃষ্ণ নাম করিতে লাগিলেন— কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাং । রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাং ॥ সহসা সন্নিকটে অন্ধকারে ব্যাভ্রের গজ্জন শ্রুত হইল ; সনাতন প্রথমটা একটু চমকিয়া উঠিলেন, তার পর পূর্ববং কৃষ্ণনাম করিতে লাগিলেন। গজ্জনের উপর গজ্জন ; সনাতন নিৰ্ব্বিকার। গ্রামের ভিতর হইতে একটা গোল উঠিল, “ওরে বাঘ এসেছে— পালা পালা ।” সনাতন উঠিলেন না, নাম গানও বন্ধ করিলেন না। বাঘ তখন দূরে সরিয়া গেল, ক্রমে তাহার গৰ্জ্জন আর শুনা গেল না। ক্ষণ পরে একটু দূরে বামাকণ্ঠে চীৎকার উঠিল, “ওগো আমা রক্ষা কর, আমায় খেয়ে ফেল্লে।” - সনাতন তখন কম্বল ফেলিয়া উঠিয়া দাড়াইলেন ; এবং চকিতে এক বৃক্ষ শাখা ভাঙ্গিয় লইয়া শব্দানুসরণ করিয়া ছুটলেন। একটু গিয়া দেখিলেন, মাঠের উপর ধুলায় পড়িয়া একটা স্ত্রীলোক ᎼbᏅ ©