পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় সনাতন— প্রভুর চরণে প্রভু কয়েকদিবস মাত্র বৃন্দাবনে অবস্থান করিয়া বারাণসীতে প্রত্যাবৰ্ত্তন করিয়াছেন । পূৰ্ব্বে যেমন চন্দ্রশেখরের আলয়ে বাস করিতেন এবং তপন মিশের গৃহে ভিক্ষা করিতেন, প্ৰভু দ্বিতীয়বার বারাণসীতে আসিয়া সেইরূপই করিতে লাগিলেন। বারাণসীতে ফিরিয়া আসিবার দুই দিন পরে একদা প্রভূ, চন্দ্রশেখরকে কহিলেন, “চন্দ্রশেখর, বাহিরে একজন বৈষ্ণব বসিয়া রহিয়াছেন, তুমি তাহাকে ডাকিয়া লইয়। এস।” প্রভু ভিতর প্রকোষ্ঠে নির্জনে উপবিষ্ট ; সদর দ্বারে সনাতন বসিয়া প্রভুর চরণধ্যান করিতেছেন । চন্দ্রশেখর আসিয়া দেখিলেন, বৈষ্ণব কেহ নাই, তবে একব্যক্তি একথান কম্বল গায় দিয়া একপাশ্বে নীরবে উপবিষ্ট রহিয়াছেন। ফিরিয়া গিয়া প্রভুকে কহিলেন, “দ্বারে ত কোন বৈষ্ণব নাই ।” প্রভু। তুমি কি দ্বারে কাহাকেও দেখিলে না ? চন্দ্র। একজন দরবেশকে দেখিলাম প্রভু। তাহাকেই লইয়া এস চন্দ্রশেখর পুনরায় বাহিরে আসিলেন ; এবং সনাতনকে বলিলেন, “প্রভু আপনাকে ডাকিতেছেন।” Ꮌbr8