পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রীসনাতন গোস্বামী প্রভু তখন কম্পিত কলেবর, গলদশ্রীলোচন। উন্মাদ, প্রভুকে ছাড়িয়া দুই পা পিছাইয় গেল এবং সমস্ত প্রাণ দিয়া প্রভুকে দেখিতে লাগিল ; সে দেখার আর শেষ নাই, প্রতি লোমকূপ চক্ষু হইয়া যেন প্রভুকে দেখিতে লাগিল। যখন প্রাণ ভরিয়া উঠিল, তখন ধীরে ধীরে মৃদু ও মধুর কণ্ঠে বলিতে লাগিল, “তুমিত শুমি আমার শুiমই আছ ; লোকে বলে তুমি নাকি মথুরায় এসে গোরা হয়েছ, বাশী ছেড়ে নাকি দণ্ড ধরেছ, পীতধড় ছেড়ে নাকি রক্তবসন পরেছ। কই, তুমিত কিছুই ছাড় নি, তুমিত গোর হু ও নি ; তুমি যে আমার সেই স্যামই আছ। এস প্রাণনাথ— বলিতে বলিতে উন্মাদ মূৰ্ছিত হইয়া ভূপৃষ্ঠে পতিত হইলেন । প্রভু তাহাকে বক্ষে ধারণ করিয়া কাদিতে লাগিলেন। কোন সন্তপণের প্রয়োজন হইল না, প্রভু কাহাকে ও সে দেহ স্পর্শ করিতে দিলেননা। উন্মাদ চৈতন্য লাভ করিয়া দেখিলেন, তিনি প্রভুর ক্রোড়ে শয়ান রহিয়াছেন। তখন তিনি একটু হাসিয়া সলজে উঠিয়া বদিলেন এবং সহসা দ্রুতপদে গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন। তাহাকে অনুসরণ করিতে প্রভু কাহাকেও দিলেন না । > ぶ)や