পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীসনাতন গোস্বামী কিন্তু ঝরণা আছে ; পথ নাই, কিন্তু চলিবার বাধাও নাই ; মানুষ নাই, কিন্তু হিংস্র জন্তু আছে। সনাতন সেই নিবিড় জঙ্গলের ভিতর দিয়া নিৰ্ভয়ে চলিয়াছেন । মুখে হরিনাম, হস্তে দণ্ড । সনাতন গাইতেছেন— কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাং রাম রাঘব রাম রাঘব রাণ রাঘব পাহি মাং । প্রভু যে গান গাইতে গাইতে পথ চলিতেন, সনাতন ও সেই গান ধরিয়াছেন । নাম গানের এমনই মোহিনী শক্তি যে, ভয় ও চিন্তা কিছুই থাকে না। সনাতন নিৰ্ভয়ে চলিয়াছেন। সহসা নিবিড়তর জঙ্গলে তাহার পথ রুদ্ধ হইল। সনাতন দাড়াইলেন ; ভাবিলেন, এ পথেত প্রভু আসেন নাই, এখানে গাছে ফল নাই, লতায় ফুল নাই, পার্থীর গান নাই—এ পথে ত প্রভু আসেন নাই। চরণ, কেন তুমি আমাকে এ পথে আনিলে ? চল, ফিরে চল । সনাতন ফিরিলেন। বৃক্ষচুড় পানে চাহিয়া পথ নির্ণয় করিয়া লইলেন। এই যে, এই পথে প্রভু গিয়াছেন, দুই ধারে তৃণ সকল মাথা তুলিয়া উঠিয়াছে, তাহার অঙ্গের পদ্মগন্ধ পাইয়া আজও ভ্রমরকুল আকুল হইয়া ছুটাছুটি করিতেছে ; এপথে গাছে গাছে ফল, লতায় লতায় ফুল। একটী সুন্দর গন্ধময় ফুল দেখিয়া সনাতন তাহার অঙ্গে হস্ত বুলাইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি এ রূপ, এ গন্ধ কোথায় পেলে ফুল ? তুমি যার ইচ্ছায় २२ o