পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রীসনাতন গোস্বামী গোবৰ্দ্ধন। দাদা তুমি কি আমায় এমনি পেয়েছ যে, কৃষ্ণ নামে আমি গলে পড়ব ? আমায় কেউ কিছুতে টলাতে পারবে না । ছোড়াটা ধরেছে, যদি দু’বার নাম করলে খুশী হয়, করি না কেন ? হিরণ্য । না ভাই, ও সবে কাজ নেই ; কি হ’তে কি হ’য়ে পড়বে। কি যে ঢং উঠেছে, না লাফালে চেচালে ভজন হয় না ! এ কি বাবা ! ভগবানকে ডাকতে ইচ্ছে হ’য়েছে, বেশ, মনে মনে ডাক ; তা’ নয়, লাফালাফি কুদোকুদি জড়াজড়ি। আবার তা’র সঙ্গে আছেন ভেউ ভেউ । এ সব দেখলে শুনলে ভগবান সে অঞ্চল ছেড়ে পালন । গোবৰ্দ্ধন। সে কথা ঠিক। আমার সময় সময় মনে হয়, এ সব ভূত প্রেতের কাও ; নইলে এত হুড়োমুড়ি করে কেন ? হিরণ্য। কাজ নেই ভাই, ও সব ঝঞ্চাটে— রঘুনাথ । চুপ কর—ঐ শোন—আকাশে একটা গান উঠেছে ; না, এত গান নয়—এ যে বংশীধ্বনি—অনেক দূর হতে, বুঝি বা পৃথিবীর প্রান্ত হ’তে কে বাণী বাজাচ্ছে। কি মিষ্ট, কি মধুর! এ ধ্বনিতে যে সব ভরে গেল, পৃথিবীর চীৎকার ডুবে গেল—বিশ্বময় শুধু বংশীধ্বনি। আমার কাণের ভিতর দিয়ে অন্তরে প্রবেশ করে এ ধ্বনি আমাকে সুরময় করে ২৩২