পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীসনাতন গোস্বামী নিকট হ’তে ঘৃণা পাবে, সেই পরিমাণে তুমি কৃষ্ণকৃপা লাভ করবে । - সনা । আমি ও তার নিকট শুনিয়াছি, রোগ শোক, নিন্দ অপবাদ, ঘুণ অপমান সবই ভগবান পাপক্ষয়ের নিমিত্তে প্রেরণ করেন । বাহারা সুখে ঐশ্বৰ্য্যে আত্মপরিজন লইয়া আছে, তাহারা ভগবান হইতে অনেক দূরে । কিন্তু আমার কথা এই, সে নিজে ঘৃণ্য অস্পৃশ্য, সে হরিনাম প্রচার করিবে কিরূপে ? হরিদাসের একটী বালক ভূত্য ছিল, সে বোবা ও কালা ; নাম রঘুয়া । তাহার কেহ কোথাও নাই ; হরিদাস তাহাকে আশ্রয় দিয়াছেন । হরিদাস যাহা প্রসাদ পাইতেন, তাহারই কিয়দংশ বালকের জন্য রাখিয়া দিতেন। বালকের কোনই কাজ ছিল না ; হরিদাস যখন জপ করিতেন, তখন বালক র্তাহার নিকট হইতে কিছু দূরে বসিয়া হরিদাসের পানে চাহিয়া থাকিত। যখন হরিদাস, সনাতন বা অপর কোন ভক্তের সহিত আলাপ|দি করিতেন, তখন বালক আশ্রমের বাহিরে দাড়াইয়া থাকিত। প্রভুর দর্শন পাইলে তাহার মুখ উজ্জল হইয়। উঠিত, কিন্তু কখন তাহাকে প্রণাম করিত না, বা তাহার নিকটে আসিত না । সে এক্ষণে কুটারের বাহিরে ছিল, সহসা ছুটিয়া আসিয়া য়্যা য়্যা করিতে লাগিল, হরিদাস বুঝিলেন, প্রভু আসিতেছেন। উভয়ে পিড়া হইতে নামিয়া উঠানে আসিলেন। প্রভু একা। সনাতন বুঝিলেন অন্তর্যামী R 8 o