পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় রঘুনাথ ও উন্মাদ গভীর রাত্রি। রঘুনাথ কক্ষমধ্যে আবদ্ধ। রঘুনাথ দ্বার টানিয় দেখিলেন—খুলিল না। ফিরিয়া বাতায়ন-পথে উদ্যানের দিকে নেত্রপাত করিলেন—বাতায়ন, লৌহদণ্ড দ্বারা সুরক্ষিত। বাহিরে শুধু অন্ধকার ; বৃক্ষনিচয়, কৃষ্ণবর্ণ দৈত্যের স্থায় দণ্ডায়মান রহিয়াছে। রঘুনাথ চিন্তিত অস্তরে আকাশ পানে চাছিলেন । সেখানে আর সে জ্যোতিঃ নাই, সুরের দেবতাও নাই। নক্ষত্র ছাড়া তথায় আর কিছুই দৃষ্ট হইল না । রঘুনাথ ফিরিয়া আসিয়৷ শৰ্য্যায় বসিলেন—কাতরপ্রাণে প্রভুকে ডাকিতে লাগিলেন । সহসা বাতায়ন-পথে কে ডাকিল, “রঘুনাথ !” রঘুনাথ । চমকিয়া উঠিয় দাড়াইলেন । পুনরায় কে বলিল, “রঘুনাথ, এদিকে এস।” রঘুনাথ বাতায়নে আসিয়া দেখিলেন, এক ব্যক্তি বাহিরে, উষ্ঠানের দিকে দাড়াইয়া আছে । আগন্তুক কহিলেন, “বাহিরে এস।” ર૪