পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী বা বিপদে পড়, তবে কৃষ্ণকে ডেকে ; তিনি তোমায় পথ দেখিয়ে দেবেন, বিপদে রক্ষা করবেন। রঘু । আপনি এই বনের ভিতর কোথায় যাবেন ? অপ। ত’ত জানিনে কোথায় আবার যেতে হয় ; কৰ্ত্তাত আমি নই। কৰ্ত্ত হ’লে বলতে পারতুম কোথায় যাব। অপরিচিত ব্যক্তি প্রস্থান করিলেন। রঘুনাথ হাত মুখ ধুইয়া আবার চলিতে লাগিলেন । দিনের পর দিন যাইতে লাগিল । র্তাহার পরিধানে একথালি বদন, অঙ্গে পেটাঙ্গি মাত্র ; দ্বিতীয় বস্ত্র নাই, কপর্দকও সম্বল নাই । আহার করেন, গাছের ফল, পান করেন নদী বা ঝরণার জল, শয়ন করেন তরুতলে । যেখানে ফল অপ্রাপ্য সেখানে উপবাস, যেখানে জল নাই সেখানে নিরস্তু, যেখানে বৃক্ষ নাই সেখানে উন্মুক্ত আকাশ, রঘুনাথ এই ভাবে দিনের পর দিন ছুটিয়াছেন নীলাচল অভিমুখে । মুখে কৃষ্ণনাম, হৃদয়ে গৌরাঙ্গ মুক্তি। পার্থীর কুজনে, বন্যজন্তুর চীৎকারে শুনিতেছেন, কৃষ্ণনাম ; বৃক্ষপত্রে, ফুলের অঙ্গে দেখিতেছেন, গৌরাঙ্গরূপ। প্রভুর কাছে যাইতেছেন, আনন্দে অধীর—চুটিয়া ছুটিয়া চলিয়াছেন। আবার ভয়ও আছে, পাছে শত্রুরা, অর্থাৎ পিতার অনুচরের আসিয়া ধরে । খোলা মাঠ বা গ্রাম্যপথ না ধরিয়া জঙ্গল ভাঙ্গিয়াই চলিয়াছেন । অঙ্গ ক্ষতবিক্ষত, চরণ কণ্টকাহত ; নিদ্রা নাই, আহার নাই—আছে শুধু বিপুল আনন্দ ।

  • 8b"