পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়-রঘুনাথ ও উন্মাদ ভাই, যেখানে ভালবাসার লোক থাকে, সেই বাড়ী ; কেমন না ? - - র । হা । বা । এখানে আমায় কেউ ভালবাসে না ; নীলাচলে আমার আপন জন আছে, আমি সেখানে চলেছি। র। তুমি নীলাচলে যাবে ? বেশ হয়েছে, একসঙ্গে যাব । বা । তুমিও যাবে ? –বেশ । ই ভাই, তোমার নাম কি ? বাড়ী কোথায় ? - র। আমার নাম রঘুনাথ, বাড়ী সপ্তগ্রামে ; না, না, নীলাচলে। যেখানে আমার প্রভূ আছেন, সেইখানে আমার বাড়ী । ব। প্রভু কে ? র। তাকে চেন ন ? আচ্ছা, তোমায় দেখাব ; তিনি স্বয়ং শ্ৰীকৃষ্ণ । বা । শ্রীকৃষ্ণ কে ? র। তা’ ও জান না ? তিনি যে ভগবান । বা । কোন ভগবান টগবানের সঙ্গে আমার আলাপ পরিচয় নেই ; আমি চাই আপন জন, বাপ-মা, ভাই-বোণ—প্রভূ ট্রভূ, দেবতা-টেবতায় আমার কাজ নেই। : র। তুমি এখনও বড় ছেলে মানুষ, ধৰ্ম্মজ্ঞান হয় নি। আচ্ছা 象Q">