পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায় শ্রীজীব-বর্জন । রূপ দীক্ষা লইয়াছিলেন, সনাতনের নিকট হইতে ; আবার জীব মন্ত্র লইয়াছিলেন, রূপের নিকট হইতে । যে বৎসর প্রভূ অপ্রকট হ’ন, সেই বৎসর জীব বিংশতি বৎসর বয়সে সংসার ত্যাগ করিয়া বৃন্দাবনে আগমন করেন। সে যুগের মহাপুরুষের অল্পবয়সেই গৃহস্থাশ্রম ত্যাগ করিয়াছেন। বিশ্বরূপ, নিত্যানন্দ, গোপাল ভট্ট, রূপ, জীব, সনাতন, রঘুনাথ, লোকনাথ, গদাধর, ভূগর্ভ প্রভৃতি অনেকেই অল্পবয়সে গৃহত্যাগ করিয়া সন্ন্যাসাশ্রম গ্রহণ করিয়াছেন । একদা এক দিগ্বিজয়ী পণ্ডিত বিচারার্থে রূপ-সনাতনের নিকট সমুপস্থিত। রূপ ও সনাতন বিচার না করিয়া পণ্ডিতজীকে জয়পত্র লিখিয়া দিলেন। পণ্ডিতজি তখন ষটুসন্দর্ভপ্রণেতা অদ্বিতীয় পণ্ডিত জীব গোস্বামীর অনুসন্ধানে রাধাকুণ্ডতীরে অসিলেন। জীব তখন যমুনাতে স্নানে প্রবৃত্ত। গজপৃষ্ঠ হইতে অবতরণ করিয়া পণ্ডিতজি, জীবকে অভিবাদন করত কহিলেন, “রূপ ও সনাতন আমাকে জয়পত্র লিখিয়া দিয়াছেন ; তুমিও লিথিয়া দাও, নতুবা বিচারে প্রবৃত্ত হও।” ● २br¢