পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায়-অপ্রাকৃত দেহগ্রহণ উষাদেবী অসময়ে আবিভূর্ত হইয়া যুগলচরণতলে লুষ্ঠিত হই তেছেন । গলায় বনমালী, অধরে হাসি, নয়নে করুণা, শ্রীহস্তে মুরলী। সহসা বংশী বাজিয়া উঠিল ; অতি মৃদু, অতি ধীর, অতি করুণ। সেই মৃদুধ্বনিতে কত আবেগ, কত স্নেহ, কত আহবান। সনাতন পুলকিত কণ্ঠে প্রতিধ্বনি তুলিলেন— “যাই, যাই দয়াময় ।” সব অন্তৰ্হিত হইল। সে গাছ নাই, সে যুগলমূৰ্ত্তি নাই, সে বংশীধ্বনি নাই। রহিল শুধু বিরহ । সনাতন কাদিয়া উঠিলেন । মহাপুরুষ ভাকিলেন, “সনাতন ।” সনাতনের বুকের ভিতর কান্নার রোল স্তব্ধ হইয়া দাড়াইল । মহাপুরুষ কহিলেন “সনাতন, দ্বাপরের অবতারে তুমি কে ছিলে তাহা বোধহয় ভাবিয়া দেখ নাই। তুমি পুনরায় ঐনবমঞ্জরীর দেহ ধারণ করিয়া ব্রজধামে নিত্যলীল করিতে থাক ? সমাপ্ত

  • ふえ