পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়—হরিদাস তখন নাম শুনিতে উন্মত্ত, অলঙ্কারের শব্দ শুনিতে পাইল না। হীরার কণ্ঠে সুগন্ধি পুষ্পমাল্য ছিল, সে তাহা নাড়িয়া দোলাইয়া গন্ধ ছড়াইতে লাগিল , হরিদাসের নাসিক সে গন্ধ লইল না—সে তখন লক্ষ পুষ্পের গন্ধে পূর্ণ। হরিদাসের মন আকর্ষণ করিবার অভিপ্রায়ে তাহার অঙ্গ স্পর্শ করিতে হীরা হস্ত প্রসারণ করিল ; কিন্তু হীরার হাত শূন্ত হইতে ফিরিয়া আসিল— একটা প্রবল শক্তি যেন ফিরাইয়া দিল । সাহস ভঙ্গ হইয়া হীরা ক্ষণকাল নিস্তদ্ধ হইয়া বসিয়া রহিল ; কিন্তু তাহার চঞ্চল মন, গৰ্ব্বিত হৃদয় আর স্থির থাকিতে পারিল না—সে তাহার কবরী হইতে দুইটা ফুল লইয়া হরিদাসের অঙ্গোপরি সজোরে নিক্ষেপ করিল। হরিদাসের সমাধি ভঙ্গ হইল ; তিনি অশ্রু মুছিয়া হীরার পাৰে চাহিলন। হীরা তাহার অন্ত্রাদি দেখাইল । হরিদাস তাহার মনোভাব উপলব্ধি করিয়া কহিলেন, “আপনি একটু অপেক্ষা করুন, আমি জপ সারিয়া লই।” হীরা অপেক্ষা করিতে লাগিল। রাত্রি দ্বিপ্রহর অতীত হইল ; জপের বিরাম নাই, তখন সে নিদ্ৰালু হইয় গৃহে প্রত্যাগমন করিল। .* পর দিন সন্ধ্যাকালে হীরা আবার আসিল । হরিদাস তখন জপ আরম্ভ করিয়াছেন। হীরা সন্নিকটে ভূম্যাসনে বসিল এবং গান ধরিবার উপক্ৰম করিল। হরিদাস বলিলেন, “আপনাকে

  • >