পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐসনাতন গোস্বামী সন্তোষ। উপায় ? তার কৃপা ভিন্ন আমাদের উপায় নেই। অমর। আমি তারই কৃপার আশায় বসে আছি। নদীয়ায় প্রভুকে পুনঃ পুনঃ ব্যথা জানাইয়া পত্র লিখিলাম ; কই, কোন উত্তর ত পাইলাম না। সন্তোষ । সময়ে পাবে। আমার বিশ্বাস, তার কাছে প্রাণের সঙ্গে কোন ব্যথা জানালে তিনি নিশ্চেষ্ট থাকেন না। অমর। ঠিক বলেছ সমু ; আমি উড়িষ্যা লুঠ করে এসে, দেবতা ব্রাহ্মণের অভিশাপে বুদ্ধি ধৈর্য্য সব হারিয়েছি। সন্তোষ । আমার আরও বিশ্বাস, তার উপর সকল ভার ছেড়ে । দিলে, তিনি আমাদের ভার নেবেন। আমরা ভেবে মরি কেন, দাদা ? অমর। সমু সন্তু, বুকে আয় ভাই, তুই আমায় বড় শাস্তি দিলি । সন্তোষ । তোমারই কথা তোমায় স্মরণ করিয়ে দিতেছি দাদা । এমন সময় অকুপ ব্যস্ততাসহ কক্ষে প্রবেশ করিলেন ; বলিলেন, “উড়িষ্যার সংবাদ এসেছে।” অমর। কি সংবাদ ? অনুপ। প্রতাপরুদ্র দক্ষিণ হ'তে ফিরে উত্তরে পাঠানদের তাড়া করে নিয়ে চলেছেন ; কটক জাজপুর হতে তাহারা বিতাড়িত।

  • و؟وئ