পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-আণনি জানি। কিন্তু তা করব না—হরিহরের মুখের দিকে চেয়ে আমি সমস্ত নীরবে সহ করব । কিন্তু বলে যাচ্ছি, নয়-অানির সমস্ত বিষয়সম্পত্তি যায় যাবে—অসহায়া নিরপরাধা বিধবাকে আমরা ত্যাগ করব না।” এই বলিয়া সিদ্ধেশ্বর বৈঠকখানা হইতে বেগে বাহির হইয়া গেলেন। মনোহর বাবু রাগে ফুলিতে লাগিলেন ; মুখের উপর কথা বলিয়া একটা যুবক র্তাহাকে অপমান করিয়া গেল, তাহার ক্ষমত। তুচ্ছ করিয়া গেল, ইহাও তাহাকে সহ করিতে হইল। তখনই চাকরদের ডাকিয়া এই উদ্ধত যুবককে যথোচিত শাস্তি দিতে সাহসী হইলেন না ; এ অপমান তাহাকে বাকৃশক্তি-বিরহিত করিল। কিছুক্ষণ "চুপ করিয়া থাকিয় তিনি হরিহরকে বলিলেন “হরিহর, তোমাকে সাবধান করে দিচ্ছি, নয়-আনির সঙ্গে তুমি কোন সম্বন্ধ রাখতে পারবে না—ঐ স্লেচ্ছটার সঙ্গে তোমার কোন সম্বন্ধ নাই। এ অপমানের শোধ যদি আমি না নিতে পারি, রমাসুন্দরী আর সিদ্ধেশ্বরকে দিয়ে যদি আমার পায়ে ধরাতে না পারি, তা হলে আমি ব্রাহ্মণ-সন্তান নই,—তা হলে আমি মনোহর চাটুয্যে নই। যাও, তোমরা সবাই এখন চলে যাও। আমাকে উপায় চিন্তা করতে দাও।” হরিহর ও মোসায়েবগণ নীরবে উঠিয়া গেল ।