পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
[ ৩২ ]

মহৎশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা মহান্‌ মহান্তৌ মহান্তঃ
দ্বিতীয়া মহান্তম্‌ মহান্তৌ

নকারান্ত—লঘিমন্‌ শব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা লঘিমা লঘিমানৌ লঘিমানঃ
দ্বিতীয়া লঘিমানম্‌ লঘিমানৌ লঘিম্নঃ
তৃতীয়া লঘিম্না লঘিমভ্যাম্‌ লঘিমভিঃ
চতুর্থী লঘিম্নে লঘিমভ্যাম্‌ লঘিমভ্যঃ
পঞ্চমী লঘিম্নঃ লঘিমভ্যাম্‌ লঘিমভ্যঃ
ষষ্ঠী লঘিম্নঃ লঘিম্নোঃ লঘিম্নাম্‌
সপ্তমী লঘিম্নি, লঘিমনি লঘিম্নোঃ লঘিমসু
সম্বোধন লঘিমন্‌

 যজ্বন্‌, যুবন্‌ প্রভৃতি কতকগুলি ভিন্ন প্রায় সমুদায় নকারান্ত শব্দ লঘিমন্‌ শব্দের ন্যায়।

নকারান্ত—যজ্বন্‌ শব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা যজ্বা যজ্বানৌ যজ্বানঃ
দ্বিতীয়া যজ্বানম্‌ যজ্বানৌ যজ্বনঃ