বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 কলঙ্ক ভঞ্জন । শ্যাম নীরদ বরণী, বিশ্ব বিমোহিনী, নীল-নলিন-নয়নী, হর মন রঞ্জিনী, ভব সুখ প্রদায়িনী, ভব ভয় নিবারিণী, তার এ দীনে, তব পদ ছায়া দানে, ক্ষম অপরাধ জগত জননী ॥ কুটীলা। (স্বগত)ওমা! এ আবার কি, এই দেখে গেলেম কৃষ্ণ রাধিকার সঙ্গে একত্র কেলী কচ্চে, এর মধ্যে আবার কালী কোথা থেকে এলো? কে জানে মা, কালা যে ভোজ বিদে জানে আমি তাতো জানিনে। ( প্রকাশ্যে ) দাদা ! এ সব কালার চাতুরী, ৪ না কত্তে পারে এমন কায নাই— ভোজ বিদ্যে না জানলে দুদের ছেলে হয়ে কি কখন পুতনা বধ করতে পারে—যদি ভাল চাও তো দুজনকে লাঠি মেরে মৃেরে ফেল—না হলে শেষ পস্তাতে হবে। আয়ান। দাখ কি বল্ব তোকে বধ কল্পে স্ত্রী হত্যার পাতক হবে, নইলে এই সঠির দ্বারাই--(যষ্ঠি উত্তোলন ) কুটীল। (স্বগত) আজ বড়ঠক্‌লেম, এমন হবে তাকে জানে, আচ্ছা আমিও শীঘ্র ছাড়বে না-এ অপমানের প্রতিশোধ নেবোই নেবো—এখন যাই, দাদা মে রেগে রয়েছেন--