বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলঙ্ক তঞ্জন । રજ মরেচে দেখতে পাই যে, বা ! আপদ গেছ—(প্রকাশ্য) তাইতে বাছার হলো কি, উপ.দবতায় নজর হয়েছে নাকি— কুটীলে। (স্বগত) উপদবতার নজর হবে কেন—যমের নজর হয়েছে (প্রকাশে) সম্লিপাতে ঘের লেও ঘের তে পারে । ( নন্দ ও উপনিন্দের বৈদ্য লইয়া প্রবেশ । ) নন্দ। এই দেখুন—অকস্মাৎ এরূপ কেন হলো বলতে পারিনে~~ যশোদা । বাছা যদি তুমি আমার গোপালকে বাচাতে পার, তাহলে চীরকাল তোমার কেনা হয়ে থাকৃবো বৈদ্য। মা, চিন্ত কি, (হস্ত স্পৰ্শন ) যাতে গোপাল রক্ষা পায়, আমি এখনি তার বিহিত কর চি—(খড়ি পাতিয়া গণনা ) এখন ঔষধ তো স্থির করেঢ়ি–কিন্তু আনা যে বড় সুকঠিন দেখতে পাই— যশোদা। বাছা কি ঔষধ বল—যদি প্রাণ দিলেও পাওর যায় আমি তাতে ও প্রস্তুত— বৈদ্য। মা হয়ে সন্তানের ঔষধ আনলে কোন উপকার হবে না-যদি অপর কোন সাদী স্ত্রী, সহস্র ছিদ্র কুম্ভে যমুনা হতে বারি আনয়ন করে—সেই বারি স্পর্শনে আপ্নার গোপাল আরোগ্য লাভ করবেন—তার আর কোন সন্দেহ नाई