বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলঙ্ক ভঞ্জন ৷ ○ গীত । রাধিক।– সিন্ধু জঙ্গলা-যৎ । যদি দেখি নাথ সখী, না করেন, কলঙ্ক মোচন। আর না ভাবিব মনে, প্রাণের সে প্রিয় জনে, প্রিয় জনে নাহি প্রয়োজন ৷ আমি, জীবনে মিশাবে জীবন । বৃন্দে। ও কি সখি বল কি ? গীত। বৃন্দে– ইমন কল্যাণ—আড়াঠেকা । কণ্টক মৃণালে, যে বিধি গঠিল কমল সে বিধির স্বজন । - কমল শ্যাম আঁখি, বারেক হেরিলে সখী, । দেখিব রবে কোথা পণ । কুবাক্য কণ্টক আর, রবে কি মনে তোমার, মজিবে কমলে তব মন ।