বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলঙ্ক ভঞ্জন । (« বৃন্দে। যা বল্ বো সত্য করবে ? রাধিক । আমার সত্যে ও কি তোর বিশ্বাস হয় না । বৃন্দে। ভাল সৈ— গীত। , পিলু জংলা-খেম্টা। চল যাই গৃহে ফিরি, আর সহে না । এপ্রেম গোপনে কভু রহে না রছে না । কেন সে কালার লাগি, হবে কুল মান ত্যাগী, (সখি) দিবানিশা এককালে অসাধ্য সাধনা ৷ রাধিকা। অার ভাই বিদ্রুপ করিস নে—সখি, কি উপায় আছে সত্য করে বল্‌ ৷ বৃন্দে। হ্যারাজকুমারি, এই কি বিদ্রুপের সময়—জামি ভাই ভাল কথাইতে বলেচি, গুপ্ত প্রেম কখনই লুকানে। থাকে না—দামান্য প্রেমের জন্য কুল মান, সব ত্যাগ করার চেয়ে, ঘরে ফিরে যাই চল—ভাই দুদিক্‌ বজায় করা আমার কৰ্ম্ম নয় | রাধিক । সৈ, আমি প্রাণ থাকৃতে প্রাণনাথকে কেমন করে ত্যাগ করবো ।