বিষয়বস্তুতে চলুন

পাতা:সতুর মা.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু সদাচরণের গুণে ইহারা সকলেরই প্রীতি ও শ্রদ্ধার পাত্র । - আচরণ দোষে এক শান্তই কেবল গ্রামের আবালবুদ্ধবনিতার কাছে অপ্রীতি ও অনাদর পাইয়া আসিতেছিল, এখন কোমলহৃদয়া প্রিয়বাদিনী বুদ্ধিমতী কুমারী নিৰ্ম্মলনলিনীর বন্ধুত্ব লাভে, সেই শান্তর অত্যাশ্চৰ্য্য পরিবর্তন ঘটিল ; অব্যবস্থিতচিত্ত শান্ত ক্রমে শিষ্ট, শান্ত, লোকপ্রিয় ও স্বভাষিণী হইল, দিবসের অধিকাংশ কাল নিৰ্ম্মলের নিকট থাকিতে থাকিতে ক্রমে সে পরিচ্ছন্নতায় অভ্যস্ত হইল, নিন্দার পরিবর্তে পল্লীলাসীদের নিকট হইতে প্রশংসা অর্জনের আকাঙ্ক্ষা জন্মিল। নিৰ্ম্মলের সহিত বন্ধুত্বে শান্তর আশাতীত পরিবর্তন দেখিয়া সকলে বুঝিল, স্পর্শমণির স্পর্শে মৃত্তিক এইরূপেই সুবর্ণে পরিণত ङ्ग्नु । জ্যৈষ্ঠ মাসের শেষে একদিন আমতলায় বনভোজনের আয়োজন করিতে করিতে নিৰ্ম্মল শুনিল, তাহার বন্ধুর বর আসিয়াছে। শান্ত খুব উৎসাহের সহিত এই আমোদে .যোগ দিয়াছিল, অকস্মাৎ এসংবাদ তাহাকে উৎসাহহীন করিল, আজিকার চড়াইভাতিতে তাহার কোনো যোগ নাই এই ভাবে, সকল উদ্যোগের বাহিরে গিয়া, মানমুখে و هج