বিষয়বস্তুতে চলুন

পাতা:সতুর মা.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন জীবনটাকে কোনোরকমে মরণের দ্বারে পৌছাইয়া দিতে হইবে। ইহাই তাহার নিয়তি, তাহার ভাগ্যফল। সুহাসিনী মনে করিল—“আচ্ছা ভাগ্যফল না কৰ্ম্মফল ? এজন্মে ত কৰ্ম্মের অবসরই পাইলাম না। পূর্বজন্মে কি কৰ্ম্ম করিয়াছিলাম যাহার এই ফল পাইলাম ? আমি কি আমার পুত্রবধূকে এমনই ভাবে বঞ্চিত করিয়াছিলাম ? কিন্তু তাহা হইলে যাহার এজন্মে ঠিক এই কৰ্ম্ম করিতেছে তাহারা পরজন্মে কি ফল পাইবে ?" সুহাসিনা একটু হাসিল । পুত্রবধূ সরলার মুখে মুহাসিনীয় জননী, জামাতার পত্রের কথা শুনিয়া অনেক চিন্তার পর মুহাসকে তাহার শ্বশুরালয়ে পাঠানই স্থির করিলেন। 8 שצ