বিষয়বস্তুতে চলুন

পাতা:সতুর মা.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন উৎকণ্ঠিতভাবে অবগুণ্ঠন সবাইয়া সুহাসিনী একবার চতুদিকে চাহিল—একি ! সহসা সন্ধ্যার গম্ভীর শঙ্খধ্বনি ও ধূপ ধূনার সৌরভের সহিত মিশ্রকুসুমের স্ববাস ও নহবতের এমন মধুর ধ্বনি কোথা হইতে আসিল ? প্রতি পদক্ষেপের সঙ্গে সঙ্গে সুহাসিনী যেন শুনিতে লাগিল দুঃসাহস ! দুঃসাহস ! প্রাঙ্গণে পা দিতেই যে সংবাদ মুহাসিনীর কর্ণে পেছিল, তাহাতে তাহার মাথা ঘূরিয়া গেল। সুহাসিনী দেখিল অগণিত দাস দাসী আত্মীয়-কুটুম্বে গৃহ পূর্ণ, সারাভবনখানি আনন্দের হাস্তরোলে মুখরিত। শুনিতে পাইল প্রভাতে তাহার স্বামী অনিলকুমারের বিবাহ ! মৰ্ম্মাহতচিত্তে স্থহাসিনী ভাবিল এমনই যদি মনে ছিল, তবে কেন অমন চিঠি তাহার স্বামী তাহাকে লিখিলেন ? সুহাসিনার জন্য যদি চরণে স্থান নাই, তবে কেন বৃথা আশা দিয়া তাহাকে স্বরের বাহিরে আনিলেন ? সেই চিঠি, যাহা লইয়া সে আজ পিতার অজ্ঞাতসারে জননীর অনুমতি ও আশীববাদ মাত্র পাইয়া দানবেশে পাগলিনীর মত ছুটিয়া আসিয়াছে, এখনও যে তাহা তাহার নিকটে রহিয়াছে । সে বুঝিল এখানে আর তাহার কোনো অধিকার নাই, সামান্য একজন দাসীর যে জোর—যে সম্মানটুকু আছে, এ সংসারে >brbア