বিষয়বস্তুতে চলুন

পাতা:সতুর মা.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনে এমনও দিন আসে যখন উদ্যান মরুভূমিতে পরিণত হয়। প্রবাসে আমারও সেদিন আসিয়াছিল। যাহার পুণ্যস্মৃতি সেই তপ্তমরু সিক্ত করিয়া শান্তির ফুল ফুটাইয়াছিল আজ তাহারই এক অঞ্জলি আমার সেই আরাধ্য দেবতার চরণোদেশে অপর্ণ করিলাম ।