বিষয়বস্তুতে চলুন

পাতা:সতুর মা.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে মা-বোনের আদর-যত্ন, বাপের সস্নেহ আদেশ-উপদেশ ও শৈশব-সঙ্গীদের সহিত হাসি-খেলায় ছুটীর সপ্তাহ কয়টি নিমেষের মত কাটিয়া গেল। চিন্তা আবার কলিকাতায় ফিরিয়া গেল । দ্বিতীয় বৎসরেও চিন্তা সম্বৎসরের ধরা-বাধার বাহিরে আসিয়া হাফ ছাড়িয়া বাচিল ; মায়ের হাতে রান্না ভাত তরকারি পিষ্টক পরমান্ন স্থতৃপ্তিতে উদরপূর্ণ করিয়া খাইল ; বিজয় দশমীর রাত্রি প্রতিমা বিসর্জন দেখিয়া শৈশব-সঙ্গীদের সহিত কোলাকুলি করিয়া সকলের সঙ্গে সারা গ্রামখানির গৃহে গৃহে ঘুরিয়া প্রণাম ও মিষ্টমুখ করিয়া আসিল । দিদিদের প্রণাম করিতে তাহাদের শ্বশুর-বাড়ী গিয়া আদর যত্ন স্নেহশীৰ্বাদ ও ক্রীড়া-কৌতুকের মধ্য দিয়া ছুটীর অবশিষ্ট দেড়সপ্তাহ কটাইয়৷ পিতামাতার চরণ-ধূলি মস্তকে লইয়া চিন্তাহরণ কলিকাতায় মেসের এক তলার স্যাৎসেঁতে ছোট ঘরটিতে আসিয়া বই খাত পেন্সিল কলম লইয়া আবার সেই বৈচিত্র্য-বিহীন একঘেয়ে জীবন যাপন আরম্ভ করিল। স্কুলে ভাল ছেলে বলিয়া চিন্তাহরণের যেমন একটা সম্মান সন্ত্রম ছিল, নিতান্ত গরীবের ছেলে বলিয়া অনেকের মনে তাহার প্রতি একটা অসন্ত্রমের ভাবও ছিল । পরি চিত ছাত্রদের মধ্যে কে কে তাহাকে প্রীতির চক্ষে দেখিত, ግ8