বিষয়বস্তুতে চলুন

পাতা:সাহিত্য সার .djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা রামমোহন রায় । S{ বেন । যাৰৎ ক্রিয়া না পাইবেন তাবৎ পৰ্য্যস্ত বাক্যের শেষ অঙ্গীকার করিয়া অর্থ করিবার চেষ্টা না পাইবেন। কোন নামের সহিত কোন ক্রিয়ায় অন্বয় হয় ইহার বিশেষ অনুসন্ধান কারবেন, যেহেতু এক ৰাক্যে কথন কথন কয়েক নাম এবং ৰয়েক ক্রিয়া থাকে, ইহার মধ্যে কাহার সহিত কাহার श्रृङ्ग ইগ ন জানিলে অর্থজ্ঞান হইতে পারে না । তাহার উদাহরণ এই । ‘ব্ৰহ্ম যাহাকে সকল দেবে গান করেন, আর যাহার সত্তার অবলম্বন করির জগতের নির্বাহ চলিতেছে সকলের উপাস্য হয়েন " এ উদাহরণে যদ্যপি ব্ৰহ্ম শব্দকে সকলের প্রথমে দেখিতেছি, তত্ৰাপি সকলের শেষে হয়েন এই ৰে ক্রিয়াশক তাহার সহিত ব্ৰহ্মশন্ধের অন্বয় হইতেছে। আর মধ্যেতে “গান করেন" যে ক্রিয় শব্দ আছে তাহার অন্বয় দেৰ শব্দের সহিত আর "চলিতেছে।” এ ক্লিয়। শব্দের সহিত “নিৰ্ব্বাহ” শবের অন্বয় হয় । অর্থাৎ যেখানে যেখানে বিবরণ আছে, সেই বিবরণকে পর পূৰ্ব্ব পদের সাহত অম্বিত যেন না কয়েন, এই অনুসারে অনুষ্ঠান করিলে অর্থবোধ হইবাতে বিলম্ব হইবেক না। আর যাহাদের ব্যুৎপত্তি কিঞ্চিতে নাই, এবং ব্যুৎপন্ন লোকের সচিত সহবাস নাই, তাহারা পাওত ব্যক্তি সহায়তাতে অর্থবোধ কিঞ্চিৎকাল করিলে পশ্চাৎ স্বয়ং অর্থবোধে সমর্থ হইবেন। বস্তুত মনোযোগ আবশ্যৰ হয় । এই বেদাস্তুের বিশেষ জ্ঞানের নিমিত্ত অনেক বর্ষ উত্তম পণ্ডিত্ত্বো শ্রম করিতেছেন। যদি ছই তিন মাস শ্রম করলে এ শাস্ত্রের এক প্রকার অর্ধৰোধ