বিষয়বস্তুতে চলুন

পাতা:সাহিত্য সার .djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ee সাহিত্যসার । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । সর আইজাক নিউটন । ষে বৎসর গালিলিয় কলেৰর পরিত্যাগ করেন, সেই ৰৎসরে আইজাক নিউটনের জন্ম হয় । এই মহা পুরুষ, লিঙ্কলনসাররের অস্তঃপাতী কোণ্টস ওরার্থনামক গ্রামে, ১৬৪২ খৃঃ অদের ২৫ শে ডিসেম্বয় শরীর পরিগ্রহ করেন । তাহার পিতা তাদৃশ সঙ্গতিপন্ন ছিলেন না, কেবল যৎকিঞ্চিৎ ভূমিকৰ্ষণ দ্বারা জীবিকাসম্পাদন করিত্নে । বোধ হর, নিউটন কোপনিকসের ও গালিলিয়ের উদ্ভাবিত ৰিষয় সমূহের প্রামাণ্যসংস্থাপনার্থে ই জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি, প্রথমতঃ মাতৃসন্নিধানে কিঞ্চিৎ শিক্ষা করিয়া, দ্বাদশবর্ষ ৰর:ক্রমকালে, গ্রন্থামনগরে লাটিম পাঠশালায় প্রেরিত হন । তথায়, শিল্পবিষয়ক নব নব কৌশল প্রকাশ দ্বারা, তাহার অসাধারণ বুদ্ধির লক্ষণ প্রদর্শিত হয় । ঐ সকল শিল্পকৌশল দর্শনে তত্ত্য লোকের চমৎকৃত হইয়াছিল । পাঠশালার সকল ৰাল কই, ৰিরামের অবলয় পাইলে, খেলায় আসক্ত হইত ; কিন্তু তিনি সেই সময়ে নিবিষ্টমনা হইয়া, ঘরট্রপ্রভৃত্তি যন্ত্রের প্রতিরূপ নিৰ্ম্মাণ কঞ্জিতেন। একদা, তিনি একটা পুরাণ বাক্স লষ্টয়া জলেয় ঘড়ি নিৰ্ম্মাণ করিয়াছিলেন । ঐ ঘড়ীয় শঙ্ক, বাক্স মধ্য হইতে অনবরতবিমির্গতজলবিন্দুপাত দ্বারা নিমগ্নকাষ্ঠথও