পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ड्रडॅौग्न थ७-बर्छ °ब्रिाष्झम - So পলাও গঙ্গারাম কাল প্রভাতে এ রাজ্যে আর মুখ দেখাইও না। দেখাইলে আর তোমাকে বঁাচাইতে পারিব না। গঙ্গারাম বুঝিতে পারিল কি না, সন্দেহ। বিশ্বাস করিল না, ইহা নিশ্চিত । কিন্তু দেখিল যে, রাজপুরুষের বেড়ী খুলিতে লাগিল। গঙ্গারাম নীরবে দেখিতে লাগিল। জিজ্ঞাসা করিল, “মা ! রক্ষা করিলে কি ?” জয়ন্তী বলিলেন, “বেড়ী খুলিয়াছে। চলিয়া যাও।” গঙ্গারাম উৰ্দ্ধশ্বাসে পলায়ন করিল। সেই রাত্রিতেই নগর ত্যাগ করিল। ষষ্ঠ পরিচ্ছেদ গঙ্গারামের মুক্তির আজ্ঞা প্রচার করিয়া, জয়ন্তীর আজ্ঞ মত দ্বার মুক্ত রাখিবার অনুমতি প্রচার করিয়া, রাজা শয্যাগুহে আসিয়া পৰ্য্যন্ধে শয়ন করিলেন । নন্দ তখনই আসিয়া পদসেবায় নিযুক্ত হইল। রাজা জিজ্ঞাসা করিলেন, “রম কেমন আছে ?” রমার পীড়া। সে কথা পরে বলিব । নন্দ উত্তর করিল, “কই—কিছু বিশেষ হইতে ত দেখিলাম না।” রাজা । আমি এত রাত্রিতে তাহাকে দেখিতে যাইতে পারিতেছি না, বড় ক্লান্ত আছি ; তুমি আমার স্থলাভিষিক্ত হইয়া যাও—তাহাকে আমি যেমন যত্ন করিতাম, তেমনি যত্ব করিও ; আর আমি যে জন্ত যাইতে পারিলাম না, তাহাও বলিও । কথাটা শুনিয়া পাঠক সীতারামকে ধিক্কার দিবেন। কিন্তু সে সীতারাম আর নাই । যে সীতারাম হিন্দুসাম্রাজ্য সংস্থাপন জন্য সর্বস্ব পণ করিয়াছিলেন, সে সীতারাম রাজ্যপালন ত্যাগ করিয়া কেবল শ্ৰীকে খুজিয়া বেড়াইল । যে সীতারাম আপনার প্রাণ দিয়া শরণাগত বলিয়া গঙ্গারামের প্রাণরক্ষা করিতে গিয়াছিলেন—সেই সীতারাম রাজা হইয়া, রাজদণ্ডপ্রণেতা হইয়া, শ্রীর লোভে গঙ্গারামকে ছাড়িয়া দিল । যে লোকবৎসল ছিল, সে এখন আত্মবৎসল হইতেছে। নন্দ বুঝিল, প্রভু আজ একা থাকিতে ইচ্ছুক হইয়াছেন। নন্দ আর কথা না কহিয়া চলিয়া গেল। সীতারাম তখন পর্যাঙ্কে শয়ন করিয়া শ্রীর প্রতীক্ষা করিতে লাগিলেন ।