পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঠভেদ جوان নগরাভিমুখে ধাবমান হইতেছিল। তাহারই এক জন সীতারামের নিকট আসিয়া উপস্থিত হইল। বলিল, “তোম্ কোন ?” সীতা । মচুন্য । সিপাহী । সে তো দেখতে হেঁ। নাম কিয়া তোমার ? সীতা । কি কাজ বাপু তোমার নামে ? সিপাহী। তোম্ বদমাস্। সীতা । হবে । সিপাহী । খানাবদোষ। ' সী । সম্ভব । সি । ডাকু হো? . সী। বোধ হয় কি ? সি। চোটা হোঁগে । সী। দিল্লীর বাদশাহের চেয়ে ? সি । কিয়া বোলো ? সী । বলি তুমি আমায় দিক্‌ করিতেছ কেন ? সি। তোমকে গিরেফতার কোরেঙ্গে ? সী। আপত্তি কি ? সি। চল। সী । কোথায় ? সি। ফাটক্‌মে। সী। চল। কিন্তু তুমি ত ঘোড়ায়। আমি হাটিয়া তোমার সঙ্গে যাইব কি প্রকারে ? সি। কদম কদম আও । সিপাহী সাহেব কদম কদম চলিলেন । সীতারাম সঙ্গে সঙ্গে চলিলেন । সিপাহী এক জন পাইকের সাক্ষাং পাইয়া তাহাকে হুকুম দিলেন যে, “এই ব্যক্তি চোর, ইহাকে ফাটকের জমাদারের কাছে পহুছাইয়া দিবে।” অষ্টম পরিচ্ছেদ চন্দ্রচূড় তর্কালঙ্কার ত্রকে লইয়া নির্বিঘ্নে নগর মধ্যে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া তাহাকে লইয়া এক নিভৃত ক্ষুদ্র বাটিকা মধ্যে গমন করিলেন, বলিলেন, “আইস বাছা! এখানে বড় জাগ্ৰত কালী আছেন, প্রণাম করিয়া যাই । তিনি মঙ্গল করিবেন।”