পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ »म ९७ সেইজন্য কখন কাহাকেও ঐ সম্বন্ধে কিছু বলেন নাই। বহুদিন পরে যখন দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট ধ্যান শিক্ষা করিতে আরম্ভ করেনঃ তখন কাহার কেমন ধ্যান হইতেছে জানিতে গিয়া এক সমবয়স্ক বন্ধুকে জিজ্ঞাসা করিয়াছিলেন, “আচ্ছা ভাই, তুমি কি ঘুমাইবার আগে একটা জ্যোতিঃ দেখি ?” বালক তাহার কথা বুঝতে না পারিয়া অবাকু হইয়া থাকিল! কিন্তু আজীবন স্বামীজি নিদ্রার পূৰ্ব্বে এইরূপ জ্যোতিঃ দৰ্শন করিতেন। তবে শেষ সময়ে আর এত ঘন ঘন ও এত বেশী স্পষ্ট হইত না । , *్య , পরমহংসদেব এই বৃত্তান্ত শুনিয়া বলিয়াছিলেন—“এটা ধ্যান-সিদ্ধের লক্ষণ।” * ኃ V বহুবর্ষ পরে তাহার এক গুরুভ্রাতা তাহাঁকে এই জ্যোতিঃ দৰ্শন করাইবার জন্য, অনুরোধ করিয়াছিলেন। তিনি আজও বলিয়া থাকেন। টুম্ব, স্বামীজি যেই তঁহার কপালে হাত দিলেন অমনি বহির্জগৎ সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গেল, তাহার স্থলে তিনি শুধু এক অখণ্ড জ্যোত্যুিঃসমুদ্র দেখিতে লাগিলেন। ༢ ན་ ཙམ་་་་ এই জ্যোতিঃদর্শন গভীর ধ্যানের ফল। স্বামীজির হইতেই জ্যোতিঃ দৰ্শন হইতে শুনিলু স্বতঃই মনে হয় যে পূৰ্ব্বজন্ধেীতিনি । অনেক ধ্যান করিয়াছিলেন, “তঁহীই জন্য এ জন্মে ধ্যানটা য়েন।