পাতা:Introduction to the Bengálí Language - Volume 2.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

68 BATIRISH SINGHASAN. প্রভৃতি যোগিকে দিয়া আপনি ষোল্পপাদুকাতে আরোহণ করিয়া আকাশপথে বায়ুবেগে রাজধানীতে আইলেন। যোগী বাস্থিতছইন্তে অধিক সুখ সম্ভোগ করিয়া থাকিলেন। VIII.—Romantic self-denial. ষষ্ঠী পুত্তলিকার কথা। এভোজরাজ পুনশ্চ অন্য সময় নির্ণয় করিয়া অভিষেকের জন্যে সিংহাসনে আরোহণ করেন, এই সময় ষষ্ঠী পুত্তলিকা হাসিয়া কছিলেন, শুন রাজা ভোজ, রাজা বিক্রমাদিত্যের তুল্য যে পরোপকারক ছয়, সে এই সি২হাসনে বসিবার যোগ্য। ইহা শুনিয়া রাজা কছিলেন, রাজা বিক্রমাদিত্যের উপকারকতা কি? পুত্তলিকা কছিলেন, বিক্রম চরিত্রে মনযোগ কর। অবষ্ট্ৰী পুরীতে রাজা বিক্রমাদিত্য সর্ব্ব দেশের আধিপত্য করেন, রাজার অধিকারস্থ লোকেরা সর্ব্বদা স্বত্ববর্ণের আচার কদাচিৎ লঙ্ঘন করেন না, নিরস্তর শাস্ত্র বিচার করেন, অধর্মে দৃষ্টি কদাচ করেন না, পরোপকার করিতে সর্ব্বদা চেষ্টিত থাকেন, প্রাণান্তেও মিথ্যাবাক্য বলেন না, আত্ম শরীরকে অনিত্য করিয়া জানেন, পরমাত্মার চিন্তা নিরস্তর করেন। ঐ পুরীতে ধনজৰ নাম এক বণিক থাকেন, সেই ধনদন্তেয় এত ধন যে তিনি আপনার ধনের পরিমাণ আপনি জানেন না; যে ২ সামগ্রী কোন নগরে নাহি তাহ ধনদত্তের গৃহে আছে। এক দিবস ধনদত্ত বিচার করিলেন, পরলোকে উপকার ছয় এমত পুণ্য করিলাম না, আমার গতি কি হবে? এই বিবেচনা করিয়া নানা প্রকার অনেক দান ধর্ম করিয়া উীর্থ দশন কারণ দেশাম্বরে গেলেন। নানা উীর্থ ভূমণ করিয়া সমুদ্রের মধ্যে এক দ্বীপে উপস্থিত হইলেন, সেই স্থানে দেবতার এক মন্দির আছে,মন্দিরের নিকটে এক সরোবর থাকে, সেই সরোবরের চারিদিগে চারি ঘাট চন্দ্রকান্ত মণিতে খচিত আছে, ঐ স্থানে এক পরম সুন্দরী স্ত্রী ও দিব্য সুন্দর এক পুরুষ থাকেন, কিন্ড দুই জনের দুই মন্তক ছিন্ন হুইয়। পুখক আছে। মন্তকের সমীপে এক প্রস্তুরে এইরূপ কতকগুলি অক্ষর লেখা আছে, উত্তম পুরুষ কেছ যদ্যপি আপনার মৰক ছেদন করিয়া বলি দিবে, তবে এই স্ত্রী পুরুষের জীবন্যাস হবে। এই সকল দেখিয়া ধনদকের আশ্চর্ষ্য জ্ঞান হইল, তৎপর ধনদৰ উীর্থ দর্শন করিয়া আপন গৃহে আইলেন। এক দিবস ধনদৰ কথা প্রসঙ্গে ज्ञाङाङ्ग जयोप्° a जमख बृद्धाद्ध ज्ञास्त्राद्ध काप्छ रिप्दमन करिजन। রাজা শুনিয়া বিস্ময়াপন্ন হুইয়া কছিলেন, ধনদৰ, সেই স্থানে আমার -Google