পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

94 INTRODUCTION. ধনের কাতর নহে সেই মহাজন। রাত্রিদিন ভ্রমে সেই এ তিন ভুবন॥ রাত্রিকালে আইসে যম দিনে চারিবারে। না জানি পাপিষ্ঠ যম কারে আসি ধরে॥ রাত্রি দিনে অষ্ট বার নিত্যই গমন করে। না জানি কঠিন যম লই যাএ তোহ্মারে॥ রাজাএ বোলে শুন মাগ মএনামতী আই। আর এক কথা কহি তুহ্মি মাত্রের ঠাঞি॥ সাচানি আসিব যম বাড়ীর ভিতর। লোহার বান্ধিমু ঘর লোহার বাসর॥ লোহার জাল তুলি দিমু পুরীর ভিতর। আশী হাজার সৈন্ত দিমু শিয়রে পশর॥ হস্তে খড়গ লৈয় মুহি থাকিবে জাগিয়া। শিয়রে যাইতে যম ফেলিমু কাটিয়া। লাল টঙ্গীর রুয়া দিয়া যমেরে দিমু শাল। মারিয়া যমেতে নিবে বার হাজার মাল॥ পলাইয়া যাবে যম পাই তহেঙ্কার। সেই যম আমা নিতে না আসিবে আর॥ মৈনামতী বোলে বাপু কি বুঝিছ মনে। আর এক কথা মাত্র কহি তোহ্ম স্থানে॥ আসিবে সেই যম য়নদখা হৈয়া। কেমতে কাটিব যম লোহার অস্ত্র দিয়া॥ চিলন্ধপে আইসে যম সাচানরূপে চাএ। মাছিরূপ ধরি যম ঘরেতে সামাএ॥ কত দিনের আঞউ তারে গণি চাও। যার যে লিখন দিয়া যমে লৈয়া যাএ॥ ইষ্ট মিএ বাপ ভাই থাকেএ বসিয়া। তাহাকে পাপিষ্ঠ যমে লই যাএ ধরিয়া॥ “ শুনহে রসিক জন একচিত্ত মন। মএনামতী কহে বাক্য মধুর বচন॥