পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పెరిఫి বঙ্গ-সাহিত্য-পরিচয়। বিপরীত ঝড় বৃষ্টি হইল অকস্মাৎ। ঝঞ্চনা চিকুর পড়ে ঘন বজ্রাঘাত॥ পরস্পর সভে সভার হাতে হাতে ধর্যা। হাতাহাতী করে সভে বন-মধ্যে ফির্যা॥ কাতর হইয়া মোরা যত শিষ্যগণ। এই মত পথ চেয়ে ভ্রমি বনে বন॥ হেথা গুরু কন্দেন কন্দেন গুরুমাতা। ঝড় বৃষ্টি শিশুগুলি বধ হৈল কোথা॥ নিশি অবশেষ হৈল স্থর্য্যের প্রকাশ। গুরুদেব আইলেন করিতে তল্লাস॥ হেন কালে আমরা সব আইসি সেই পথে। আমা সভায় দেখি গুরু লাগিলা কান্দিতে॥ আইস আইস পুত্র সব আইসহ নিকটে। কত দুঃখ পাইলে তোমরা বিষম সঙ্কটে ৷ হায় হায় ভাগ্যে সভার রক্ষা হৈল প্রাণ। গুরুদেবে মোরা সভে করিলাম প্রণাম॥ তবে গুরুদেব মোরে হরিষ অন্তরে। অনেক আশিস কৈল আমা সভাকারে। তবে গুরুমাতাকে করিলাম নমস্কার। লজ্জায় সে আশীর্ব্বাদ ন কৈল অপার॥ আর কত কর্ম্ম করিলাম গুরু-নিকেতনে। তাহা কথা কহি সখা সব আছে মনে॥ তবে তুমি কহ সখা আপন কুশল। দ্বিজ পরশুরাম গান পুরাণের সার। কিসের অভাব তার কৃষ্ণ সখা যার॥ যে প্রস্তাবে আসিয়াছেন সুদামা ব্রাহ্মণ। সর্ব্ব-আত্মা ভগবান জানেন কারণ॥ ভগ্নবস্ত্রে ক্ষুদগুলি এনেছে মোর তরে। লজ্জার কারণে ক্ষুদ নাহি দেন মোরে॥ সুদামার দারিদ্র্য ভঞ্জাতে চক্রপাণি। ঈষৎ হাসিয়া কহে সুদামারে বাণী॥