পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান—খ্রঃ ১১শ-১২শ শতাব্দী। Տ)Գ ধেয়ানে ময়নামতী ধেয়ান কৈরে চায়। ধেয়ানের মধ্যে ইচলার লাগল পায়॥ তুড় তুডু করিয়া ময়ন হুঙ্কার ছাড়িল। ময়নামতীর মূর্ত্তিবেয়াল্লিশ ভইষ (১) হইল মুরত বদলাইয়া। পরিবর্তনপূর্ব্বক ঐ দরিয়া ভইষ পড়িল ঝম্প দিয়া॥ তাহাকে অনুসরণ। মার খাইতে থাইতে যমক নি যায় পিটিয়া। মধ্য দরিয়াত যমক ধরিল ঠাসিয়া ৷ ঐত গোদা-যম আটিয়া বজ্জর। (২) ডাইন পিড়ের দণ্ড ভাঙ্গিয়া উঠিয়া দিল লড়। ঐটে হইতে গোদা যম দিশা হারা হইল। ছেফল (৩) মংস্ত হইয়া জলত ভাঙ্গিবার লাগিল॥ ওরূপ খুইল ময়না একতর করিয়া। পানকাউড়ি (৪) জানোয়ার হইল মূৰত বদলাইয়া॥ পাথার সাটনে নি যায় (৫) পিটিয়া। মধ্য দরিয়া গোদা-যমক ধরিল ঠোকাইয়া॥ ঐত গোদা-যম আটিয়া বজ্জর। ঢেকেয়া (৬) ফেলাইয়া ময়নাক দিল লহড় (৭)॥ ঐটে হইতে গোদা-যম কোন কাম করিল। গচি মচ্ছ(৮) হয় কাদাত মিশাইল॥ ঐটে হইতে ময়নামতী ধেয়ান কৈরে চায়। ধেয়ানের মধ্যে কাদাত লাগাল পায়॥ তুছ কুছু করিয়া ময়ন হুঙ্কার ছাড়িল। রাজহাস হইয়া কাদা ঝারিতে ঝরিতে গোদা-যমক নি যায় পিটিয়া। মধ্য দরিয়াত গোদা-যমক ধরিল ঠাসিয়া। ঢেকেয়া ফেলায়া ময়নামতীক পলাইল ছাড়িয়া॥ (১) মহিষ। (২) বজের মত দৃঢ়। (৩) সফরী শব্দের অপভ্রংশ। ছাফল্য, ছাফাল্যা, বা ছাফালিয়া মাছ। এই মাছ শ্রীহট্ট ও ত্রিপুরায় বিস্তর আছে। (৪) পানিকাউড়ি, পানিকাউ, মৎসজীবী জলপক্ষী-বিশেষ। এই পক্ষা আহারের অনুসন্ধানে অনেক সময়েই জলে ডুবিয়া থাকে, এজন্ত লোকে তাহাদিগকে ‘পানিকাউড়ি’ বলে। (৫) পক্ষের আঘাতে লইয়া যায়। (৬) ধাক্কা মারিয়া। (৭) দৌড়। (৮) ছোট আড় মাছ।