পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 নুতন রাজার জন্ম। , জ্ঞাতিগণের বালক-দৰ্শন ও বালক-রাজার পুরীতে প্রবেশ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। বাইশ মোন পাষাণ দিল বুকত বান্ধিয়া। আঙ্গরার সামিল ময়নাক দিল ভাসাইয়া॥ সিনান করিয়া জ্ঞাস্তা গেল চলিয়া। আঠার মাস আঠার দিন ময়নার গেল পূরিয়া॥ ঐত ধর্ম্মী রাজ (১) করট (২) ফিরিল। মৈল্লাম মৈল্লাম বলিয়া ময়না কান্দিবার লাগিল॥ স্বরূপ জ্ঞান ময়না মারিল তুলিয়া। (৩) বাওয়ান্ন কুটি কোচড় ফেলাইল কাটিয়া॥ মৈল্লাম মৈল্লাম বলিয়া ময়না নিম-তরুতলে উঠিল। হাড়িয়া কোণে (৪) যেন দেওয়া (৫) গজ্জিল ৷ ফুলে জলে মহারাজ (৬) মৃত্তিকায় পড়িল। ওঁয়া চোয়া করিয়া তিনি রাও কড়িল (৭)। ছোট জ্ঞাস্তা উঠে বলে বড় জ্ঞাস্ত ভাই। - কিসে ছেলে কান্দে চল দেখিবার যাই॥ এক পায় দুই পায় আইল চলিয়া। ময়না বলে শুন জ্ঞাস্তা মোর বুদ্ধি ধর। বড় রাজার পালকী আন সাজাইয়া। ছাওয়াল রাজকে নেও মহলক লাগিয়া॥ বড় যে পাল্কী আনাইল সাজাইয়া। ধর্ম্মী রাজাকে লইল পাল্কীত চড়াইয়া॥ ঢাক ঢোল তমবুরা (৮) কাশী বাজে ঠাঞি ঠাঞি। করতাল ভেউড় (৯) মূছল বাজে ঠাঞি ঠাঞি॥ বন্দুকের ধুৱা ধুরি ধূমায় অন্ধকার। বাপে পুতক না চিনে ডাকাডাকি সার। কাঙ্গালের ছেলে হৈল রাজ্যের ভিতর। অন্নজল দিবার না পারে মহলের ভিতর॥ ফুলে জলে ফেলিয়া আইল তেপথির উপর। উ ও (১০) ছেলেক (১১) লৈল ময়না কোলত করিয়া। (১) গর্ভস্থ শিশুরাজা। (২) পাশ্ব। (৩) স্বরূপ-জ্ঞান (মহাজ্ঞান) নিক্ষেপ করিল। (৪) ঈশান কোণে। (৫) মেঘ। (৬) নুতন কুমার। (৭) রব করিলেন। (৮) তানপুর। (৯) বৃহৎ বংশী-বিশেষ। (১০) উ ও = সেই। (১১) ছেলেক = ছেলেকে।