পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ-মাণিকচন্দ্র রাজার গান – খ্রঃ ১১শ-১২শ শতাব্দী। ৫৩ ভর কাছারি করে ডাম্বা ডোল (১)। হেন কালে খাড়া হৈল ময়না শুন্দর ৷ জননীক দেখিয়া রাজা করে পরণাম। - - গলাত বস্ত্র বান্ধিয়া করে পরণাম। * - - - - to or জীও জী ও রাড়ীর বেট ধর্ম্মে দেউক বৰ। - ময়নামতীর আশীর্ব্বাদ। যত গুটি সাগরর বালা এত আরিকবল ৷ - মুঞি বুঝ রাড়ীর বেটা গেছে সন্ন্যাস হয়য়া। আইজ পতি আছে সুন্দর বধু পায়য়া। (২) সত্য গেল দোয় (৩)পইল তিরতিয়া (৪) ভইলে। ময়নামতীর ভৎসল। কলিযুগ পড়ে বেটা বিবাহ সকালে। কলিকাল মন্দকাল পইল আসিয়া। কলিযুগ। পরার ধন পরে থায় একেলা বসিয়া॥ - - রাজা হুইয়া না করে রাজ্যের বিচার। পুত্র হইয়ে না করে পিতার উদ্ধার॥ স্ত্রী হইয়ে না করে স্বামীর ভকতি। শিষ্য হইয়ে না করে গুরুর আরতি॥ চারিটা ভাণ্ড (৫) তার গেল অধোগতি॥ *: - - - গুরু না ভজিলে ভাণ্ড শুগালে না খায়। আরা বিষ্ণু দেহা হইলে কাগা ছাড়ি যায়। আগুনে পড়িলে ভাণ্ড হয় ছারখার। জলত ভাসেয়া দিলে মৎস্তর আহার॥ মৃত্তিকায় পড়িলে ভাণ্ড পোকার আহার। কোন দিয়া না দেখে তোর ভাগুর নিস্তার। (৬) - বাছা নীল কমলেরে - কেমন কৈরে অতিথের সঙ্গ যাও। ধুম্বা। লোকে বলিবে ইনি ছেলেদের বুঝি মাও নাইরে। (১) ডাম্বা ডেল=গোলমাল অর্থাং কলরব, অস্থাপি আসাম-প্রদেশে “ডেমাডুল’ বলে। ) (২) ভাবিয়াছিলাম আমার পুত্র সন্ন্যাসী হইয়া গিয়াছে, কিন্তু এখন দেখিতেছি সুন্দরী স্ত্রী পাইয়া স্বামী সাজিয়া গৃহেই আছেন। (৩) দ্বাপর। (৪) ত্রেতাযুগ ৷ (e) cमझ। | (৬) দেহ-রক্ষার কোন উপায় নাই।