পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—নারায়ণ দেব—১৩শ শতাব্দী। >br○ ভেলায় ভাসমানা বেহুলাকে তাহার ভ্রাতৃগণের গৃহে ফিরাইয়া লইবার বিফল প্রযত্ন। নারায়ণ শুনি বোলে বিপুলার বচন। কি কারণে কহ ভৈন (১) অশক্য কথন॥ অসম সাহস করি কিসের কারণ। দেবতা মনুষ্য কথা (২) হৈছে দরশন। (৩) আজ্ঞা কর ভৈন মোরে মড়া পুড়িবার। একেশ্বর দেবপুরে নারে যাইবার॥ অগুরু চন্দন কাষ্ঠ লখাইরে পুড়িমু। লখাইর প্রেত কর্ম্ম এথাতে করাইমু॥ নেউঠি (৪) চল ভৈন আমার পুরেতে। কেমতে এড়িয়া যাইব জলের উপরে॥ বৃদ্ধ কালে তোমার শোকে মাএ প্রাণ দিব (৫)। দেখি তোমারে কোন মতে এড়ি যাইব॥ এক লখাইরে মাত্র দিবারে নারিব। (৬) আর যত সব আমি দিবারে পারিব ৷ মৎস্ত মাংস বিনে ভৈন যত উপহার। সব দ্রব্য দিব আমি তুমি খাইবার। শঙ্খ সিন্দূর মাত্র না পারিব আমি। নানা অলঙ্কার বক্স দিতে পারি আমি ৷ মাএ জিজ্ঞাসিলে আমি কি দিব উত্তর। বিপুল এড়িয়া আইল জলের উপর॥ বিপুল রাখিতে সাধু করএ যতন। বিপুলাএ বোলে তবে প্রবোধ বচন॥ জীয়াইতে আনিছি প্রভূ যাইমু পুড়িয়া। কোন লাজে জীমু (৭) মুঞি প্রভুক এড়িয়া। (১) ভগিনী। (২) কোথা। (৩) কে কবে শুনিয়াছে যে মনুষ্য দেবতার সাক্ষাৎ পাইয়াছে। অর্থাৎ, বেহুল স্বর্গে যাইয়া দেবতাদের নিকট স্বামীর প্রাণ প্রার্থনা করিবেন, ইহা নিতান্ত অসম্ভব। (৪) ফিরিয়া। (৫) দিবেন। (৬) একমাত্র লখাইকে দিতে পারিল না। (৭) জীবনধারণ করিব।