পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిరివ বঙ্গ-সাহিত্য-পরিচয়। সিংহলের রাজার সহিত চাদ সদাগরের সাক্ষাৎ। রাজা ভেটিতে সাধু যায়। পালঙ্গে চড়িয়া যায় পাটের পাছর (১) গায় পট্টম্বরের বন্দিস মাথায় ৷ মাথায় বেরাজ পত্র উপরে ধবল ছত্র হীরাধরে চামর দোলায়। পাত্র মিত্র আগে পাছে যোগান ধরিয়া আছে বাট ভরি গুয়া পাণ জয়ধরে তাম্বুল যোগায়। রাজা ভোট মিষ্ট ফল ঝাক ভরি নারিকেল সমতাবা নারেঙ্গ (২) কমলা। কুশিয়ারি (৩) খান খান মিঠা জাঝি ব্রতামৃত (৪) কলা॥ করমজা বদরী শশা ক্ষীরা বাঙি (৫) ধৃতরস মিঠা তাল মিঠা শ্রীফল। গড়ল (৬) ছাগল খাশী শুরিমৎস্ত (৭) রাশি রাশি যার গন্ধে রাক্ষস পাগল॥ আগে চলে শুভঙ্কর তার পাছে চন্দ্রধর দেখিতে সকল লোক দ্বারী গিয়া দিল জান তেড়া লেঙ্গা জুলাই কাড়ারী। চাইতে আইল কৌতুক মিলে সাধু রাজার দুয়ারী॥ রাজা বলে সাধু আন পায়েতে নামিয়া অধিকারী। সুরঙ্গ ফেলাইয়া পায় গজেন্দ্র-গমনে যায় আগে চলে চতুরঙ্গ দ্বারী॥ সিংহাসনে নৃপবর আগে বাড়ি (৮) সদাগর প্রণাম করিল করযোড়ে। যত বস্তু পরিপাটী তেড়া লেঙ্গ তোলে ঝাটি .— এক রকম লেবু। (৫) ফুটি। (৭) শুটিমৎস্ত = শুকুনা মাছ। (১) রেসমের চাদর। (২) কমলা অপেক্ষা বড় অম্ল-রসযুক্ত ভেটাইল রাজার গোচরে॥ (৩) আকৃ। (৪) মর্ত্তমান। (৬) গাড়র = মেড়া। - (৮) অগ্রসর হইয়া।